রবিবার ২০ জুলাই ২০২৫ - ২০:২০
সাপ্তাহিক রওযা ও শোকানুষ্ঠান— সমস্যা সমাধানের চাবিকাঠি

প্রখ্যাত আরেফ ও আধ্যাত্মিক আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী ক্বাযি (রহ.) বলেন, হযরত ইমাম হুসাইন (আ.)-এর শোকানুষ্ঠান ও জিয়ারতের প্রতি অবিচল থাকা শুধু ইবাদতের অংশ নয়, বরং তা একজন মুমিনের পার্থিব ও আধ্যাত্মিক জীবনের জটিলতা দূর করার একটি পরীক্ষিত ও বরকতময় উপায়।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী ক্বাযি (রহ.) এক গভীর ও হৃদয়স্পর্শী বক্তব্যে হযরত সাইয়্যেদুশ্‌ শুহাদা (আ.)-এর হকের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন এবং মুমিনদের প্রতি আহ্বান জানান, যেন তাঁকে কেন্দ্র করে আয়োজিত শোকানুষ্ঠান ও জিয়ারতের মতো মুস্তাহাব আমলগুলো কোনোভাবেই অবহেলার শিকার না হয়।

তিনি বলেন, “মুস্তাহাব আমলসমূহের মধ্যে হযরত সাইয়্যেদুশ্‌ শুহাদা (আ.)-এর শোক পালন ও জিয়ারতের বিষয়ে কখনোই অবহেলা করো না। এমনকি যদি মাত্র দুই-তিনজন মিলে সাপ্তাহিক রওযার আয়োজন করা হয়, তবুও তা জীবনের নানা সংকট ও সমস্যার উত্তরণের একটি চাবিকাঠি হয়ে ওঠে।

আর যদি কেউ শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত তাঁর খেদমতে নিয়োজিত থাকে—হোক তা শোকানুষ্ঠান, জিয়ারত কিংবা অন্যান্য উপায়ে—তবুও এই মহান ব্যক্তিত্বের হক কখনোই পুরোপুরি আদায় হবে না।

যদি সাপ্তাহিক রওযা আয়োজন সম্ভব না হয়, তাহলে অন্তত মহররম মাসের প্রথম দশদিনের শোকানুষ্ঠান যেন কোনো অবস্থাতেই পরিত্যক্ত না হয়।”

[নূরে মুজাররাদ, খণ্ড ২, পৃষ্ঠা ৪৬৪]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha