হাওজা নিউজ এজেন্সি: বিবৃতিতে বলা হয়েছে, “সর্বশক্তিমান আল্লাহর উপর নির্ভর করে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে সহায়ক সামরিক অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে এবং নৌ অবরোধের চতুর্থ ধাপ কার্যকর শুরু করেছে।”
হুথি বাহিনী সকল আন্তর্জাতিক কোম্পানিকে সতর্ক করে বলেছে, ইসরায়েলি বন্দরসমূহের সঙ্গে লেনদেন অবিলম্বে বন্ধ না করলে, তাদের সব জাহাজকে যেকোনো স্থানেই হোক না কেন, লক্ষ্যবস্তু করা হবে।
“ঘোষণার মুহূর্ত থেকেই লেনদেন বন্ধ না করলে, গন্তব্য যাই হোক না কেন, সেইসব জাহাজকে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ধ্বংস করা হবে,” —বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইয়েমেনি বাহিনী বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা উত্তেজনা এড়াতে ইসরায়েলকে গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নিতে এবং আগ্রাসন বন্ধ করতে চাপ দেয়।
তারা বলেছে, “গাজায় যা ঘটছে এই পৃথিবীর কোনো স্বাধীন মানুষ তা মেনে নিতে পারে না।”
গত মাসগুলিতে হুথিরা লোহিত সাগরে একাধিক আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যেগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল বলে দাবি করা হয়। ডুবে যাওয়া কিছু জাহাজের মধ্যে “Magic Seas” ও “Eternity C” উল্লেখযোগ্য।
হুথিদের দাবি, তারা গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এই পদক্ষেপ নিচ্ছে।
আপনার কমেন্ট