
তিউনিশিয়ার শাসকের অপ্রত্যাশিত পদক্ষেপ...
ট্রাম্পের দূতকে ‘ক্ষুধার্ত গাজাবাসী শিশুদের’ ছবি দেখিয়ে কটাক্ষমূলক স্বাগত তিউনিশিয়ার প্রেসিডেন্টের!/ভিডিও
তিউনিশিয়ার প্রেসিডেন্ট "কাইস সাঈদ" মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে গাজায় ক্ষুধার্ত শিশুদের ছবি দেখিয়ে বলেন: এই ছবিগুলো মানবতার বিরুদ্ধে অপরাধের প্রমাণ। এটা কি সেই আন্তর্জাতিক আইন যার কথা বলা হয়? সেই আইন, যা দিন দিন আরও বেশি ভেঙে পড়ছে। এমন আইনের আর কোনও মানে নেই।
আপনার কমেন্ট