বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ - ১৬:৩৬
ইমাম হোসাইন (আ.) এর পবিত্র চল্লিশা (মহাদেবপুর)

কারবালার শহীদ ইমাম হোসাইন (আ.) এর পবিত্র চল্লিশা উপলক্ষে শোক সভার আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

দাওয়াত নামা,

সালামুন আলাইকুম

জনাব, আগামী ১৪ই আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত বাদ ইশা শাহাদাত এ ইমাম হুসাইন (আঃ) এর পবিত্র চেহলুম তথা (চল্লিশা) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই বছরও মজলিসে আযার আয়োজন করা হয়েছে বাগনান মহাদেবপুর (উঃ) আঞ্জুমানের পক্ষ হইতে। উক্ত মজলিসে আপনাদের আঞ্জুমানের সকলকে দাওয়াত করা হচ্ছে,পেশ ইমাম সহ

উক্ত মজলিসে - মজলিস পড়বেন যিনারা 
সৈয়দ মুশাফ রাযা নাকভী সাহেব (কলিকাতা) 
হুজ্জাতুল ইসলাম জনাব মোঃ আবুল হাসান সাহেব (উঃ ২৪পারগনা)
 হুজ্জাতুল ইসলাম জনাব আলী মুহাম্মদ সাহেব (মেটিয়া বুরুজ)

এবং উপস্থিত থাকবেন বহু নোহাখান গন ইনশাআল্লাহ 

নিজে আসুন এবং আপনজনদের নিয়ে আসুন ইনশাআল্লাহ্

যোগাযোগ - 8240389592/8272926838

স্থান : মহাদেবপুর (উঃ) ইমাম বারগা শরীফ বাগনান, হাওড়া

আপনার কমেন্ট

You are replying to: .
captcha