বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ - ২২:০৮
গোয়ালাটি থেকে সরনিয়া পর্যন্ত ‘সফর ইশক হোসাইন’ উপলক্ষে পায়ে হেঁটে মিছিল

কারবালার শহীদ ইমাম হোসাইন (আ.) এর স্মরণে ‘সফর ইশক হোসাইন’ উপলক্ষে একটি বিশেষ পায়ে হাঁটা মিছিলের আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গোয়ালাটি, ২৭ জুলাই: কারবালার শহীদ ইমাম হোসাইন (আ.) এর স্মরণে ‘সফর ইশক হোসাইন’ উপলক্ষে একটি বিশেষ পায়ে হাঁটা মিছিলের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ জুলাই, রবিবার, গোয়ালাটি থেকে সরনিয়া পর্যন্ত এই ভাবগম্ভীর শোকমিছিল অনুষ্ঠিত হবে।

এই সফরের নেতৃত্ব দেবে আঞ্জুমানে ১৮ বানী হাশিম গয়ালাটি যুব ফেডারেশন। মিছিলটি ইশকে হোসাইন ও কারবালার মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে।

আয়োজকরা জানান, এই মিছিল শুধুমাত্র ধর্মীয় ভাবগাম্ভীর্য নয়, বরং সমাজে শান্তি, সহানুভূতি এবং ন্যায়বিচারের বার্তা পৌঁছে দেবে। গোয়ালাটি থেকে শুরু হয়ে এটি সরনিয়ায় পৌঁছাবে, যেখানে অনুষ্ঠিত হবে কারবালার ইতিহাসভিত্তিক আলোচনা।

সকল ধর্মপ্রাণ ব্যক্তিকে এই সফরে অংশগ্রহণ করে ইমাম হোসাইন (আ.) ও তাঁর সহযাত্রীদের আত্মত্যাগকে স্মরণ করার আহ্বান জানানো হয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha