রবিবার ৩ আগস্ট ২০২৫ - ২০:২৩
ইরানের জাতীয় মুদ্রা থেকে চার শূন্য বাদ দেওয়ার সিদ্ধান্ত, ‘রিয়াল’ই থাকবে মুদ্রার একক

ইরানের সংসদের অর্থনৈতিক কমিশন জাতীয় মুদ্রা থেকে চারটি শূন্য অপসারণের প্রস্তাব অনুমোদন করেছে। তবে মুদ্রার নাম ‘রিয়াল’ই রাখা হবে, ‘তোমান’ করা হবে না।

হাওজা নিউজ এজেন্সি: অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসুদ্দীন হোসেইনি জানিয়েছেন, সরকারের প্রস্তাবে ‘রিয়াল’ থেকে ‘তোমান’ নামকরণ এবং মুদ্রার ছোট একক ‘কিরান’ করার কথা ছিল। কিন্তু আইনের ধারা ৫৮ অনুযায়ী ‘রিয়াল’ই থাকবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ মুদ্রার নাম অপরিবর্তিত থাকবে, তবে চারটি শূন্য বাদ যাবে।

এই পরিবর্তনের অর্থ হলো নতুন একক রিয়াল বর্তমান রিয়ালের ১০ হাজার গুণ হবে। অর্থাৎ, ১০,০০০ পুরোনো রিয়াল সমান ১ নতুন রিয়াল। একই সঙ্গে, ১ নতুন রিয়াল হবে ১০০ ঘেরান।

তিনি আরও জানান, এই পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যনির্বাহী বিধিমালা প্রস্তুত করার পরিকল্পনা চলছে, যাতে ব্যাংকিং আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলা যায়।

হোসেইনি উল্লেখ করেছেন, আন্তর্জাতিক আর্থিক সংস্থার সঙ্গে ইরানের সকল বাধ্যবাধকতা অক্ষুণ্ণ থাকবে এবং নতুন মুদ্রার বিনিময় হার এবং বৈদেশিক মুদ্রার লেনদেন সুষ্ঠুভাবে পরিচালিত হবে।

অর্থনৈতিক কমিশনের এই সিদ্ধান্ত এখন সংসদের পূর্ণ অধিবেশনে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha