হাওজা নিউজ এজেন্সি: এক সাক্ষাৎকারে ইরানি সীমান্ত পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদারজি জানান, “ইরাকের সঙ্গে পশ্চিমাঞ্চলীয় ছয়টি সীমান্তপথ—খসরাভি, মেহরান, শালামচেহ, চাজাবে, তামারচিন ও বাশমাক—সম্পূর্ণরূপে নিরাপদ রয়েছে। আরবাঈন জিয়ারতের গতি দিন দিন বেড়ে চলেছে।”
তিনি বলেন, “জনবহুল রুটগুলোতে জিয়ারতকারীদের নিরাপত্তা নিশ্চিতে সীমান্ত পুলিশ ইলেকট্রনিক ও অপটিক্যাল নজরদারি ব্যবস্থা, উন্নতমানের ড্রোন ও বিভিন্ন ধরণের মাইক্রো এয়ারিয়াল ভেহিকল ব্যবহার করছে।”
জেনারেল গুদারজি ইরাকের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সমন্বয়ের প্রশংসা করে আরও জানান, “উভয় দেশের সমন্বিত প্রচেষ্টায় জিয়ারতকারীরা ২৪ ঘণ্টা নির্বিঘ্নে সীমান্ত অতিক্রম করছেন।”
আরবাঈন হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ, যা পবিত্র আশুরার ৪০তম দিন স্মরণে পালিত হয়। এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র, কারবালার বীর ইমাম হুসাইন (আ.)-এর শাহাদতের স্মরণে পালন করা হয়।
প্রতি বছর ইরান ও ইরাকসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি জিয়ারতকারী পায়ে হেঁটে কারবালার উদ্দেশ্যে যাত্রা করেন, যেখানে ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজার অবস্থিত।
আপনার কমেন্ট