বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ - ২২:২১
পুনরায় হামলা করলে শত্রুকে অনুতপ্তকর জবাব দেবে ইরান

ইসলামি বিপ্লবী গার্ডস কর্পস (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি বলেছেন, শত্রু পুনরায় আক্রমণ করলে ইরান অবশ্যই একটি ‘অনুতপ্তকর জবাব’ দেবে।

হাওজা নিউজ এজেন্সি: ইসরায়েলি আগ্রাসনে শহীদ প্রাক্তন আইআরজিসি গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কাজেমির শহীদ হওয়ার ৪০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

খাদেমি জানান, শত্রু ইতিমধ্যে ইরানি জাতির অদম্য ইচ্ছাশক্তি বারবার প্রত্যক্ষ করায়, এখন তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে।

তিনি বলেন, শত্রু ইরানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পটভূমি ভালোভাবে জানে। ইরান শান্তিপ্রিয় জাতি, তবে যুদ্ধের কৌশলও ভালোভাবে বোঝে।

ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, তবে যুদ্ধ থেকে অনেক কিছু শিখেছে। তাই ইরানি সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ক্ষমতা নিয়ে শত্রুকে এমন জবাব দেবে, যা তাদের অনুতপ্ত করবে, জোর দিয়ে বলেন আইআরজিসি গোয়েন্দা প্রধান।

খাদেমি আরও বলেন, ইরানের ইতিহাস ও ইসলাম ও প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধারা বিশ্ব রাজনীতি ও সামরিক নেতাদের কাছে ইরানের দৃষ্টিভঙ্গি ও কৌশল তুলে ধরেছে।

প্রাক্তন আইআরজিসি গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কাজেমি এবং অন্যান্য কমান্ডাররা ইসরায়েলি আগ্রাসনে ইরানের মাটিতে শহীদ হন।

জুন ১৩ তারিখে ইসরায়েলি শাসন ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালায়, যার ফলে উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং নাগরিকরা নিহত হন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha