হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র ঈমাম হোসাইন (আ.)-এর জিয়ারত উপলক্ষে আধ্যাত্মিক সফরে অংশগ্রহণকারী মুমিনদের সেবায় প্রবাসী পশ্চিমবঙ্গের ধর্মীয় ছাত্ররা এগিয়ে এসেছেন এক অনন্য উদ্যোগ নিয়ে। তারা জিয়ারতকারীদের জন্য পথিমধ্যে মোকিব (খাদ্য ও বিশ্রামের স্টল) স্থাপন করেছেন, যেখানে যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার, পানি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।
এই মহতী কর্মযজ্ঞে অংশগ্রহণকারীরা জানান, তাদের লক্ষ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ও ইমাম হোসাইন (আ.)-এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। দীর্ঘ পথের ক্লান্তি ভুলিয়ে দিতে এবং ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করতে এই মোকিব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনেক জিয়ারতকারী এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসী হলেও পশ্চিমবঙ্গের এই তরুণরা প্রমাণ করেছেন— ইমাম হোসাইন (আ.)-এর মিশন ও শিক্ষা ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে হৃদয়ে স্থান করে নিয়েছে।
আপনার কমেন্ট