বুধবার ১৩ আগস্ট ২০২৫ - ১৩:০৮
আমেরিকার নিষেধাজ্ঞাকে মানবতার বিরুদ্ধে অপরাধ ঘোষণা করার সময় এসেছে: আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার শিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যৌথ প্রতিক্রিয়া গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এসব নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিকভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।

হাওজা নিউজ এজেন্সি: বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম “এক্স”–এ (পূর্বের টুইটার) দেওয়া এক বার্তায় আরাকচি আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ-এ প্রকাশিত “বয়সভিত্তিক মৃত্যুহারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব: বিভিন্ন দেশের তুলনামূলক তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ” শীর্ষক এক গবেষণার উদ্ধৃতি দেন।

আরাকচি লিখেছেন, “পশ্চিমা দেশগুলো বহু বছর ধরে দাবি করে এসেছে যে নিষেধাজ্ঞা যুদ্ধের একটি রক্তপাতহীন বিকল্প। কিন্তু বাস্তবতা ভিন্ন—ল্যানসেটের নতুন গবেষণায় দেখা যাচ্ছে, একতরফা নিষেধাজ্ঞা, বিশেষত যুক্তরাষ্ট্রের আরোপিত, যুদ্ধের মতোই প্রাণঘাতী হতে পারে। ১৯৭০-এর দশক থেকে প্রতিবছর পাঁচ লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু ও প্রবীণ নাগরিক।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপিত অমানবিক নিষেধাজ্ঞাগুলোকে এখনই মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে ঘোষণা করা প্রয়োজন।”

আরাকচি আহ্বান জানান, “নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু দেশগুলোকে সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার জন্য অবিলম্বে উদ্যোগ নিতে হবে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha