রবিবার ১৭ আগস্ট ২০২৫ - ১০:২২
শত্রুর হুমকি মোকাবিলায় ইরানের আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণ প্রস্তুত: কমান্ডার

খাতামুল আম্বিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহিফার্দ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শত্রুর যেকোনো হুমকি মোকাবিলায় শতভাগ প্রস্তুত এবং সাহসের সঙ্গে অগ্রভাগে অবস্থান করছে।

হাওজা নিউজ এজেন্সি: শনিবার তিনি ফোর্দো– ধর্মীয় নগরী কোমের আকাশ প্রতিরক্ষা গ্রুপ ‘হযরত মাসুমা (সা.আ.)’ পরিদর্শন করেন। সফরকালে তিনি প্রতিরক্ষা ইউনিটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাহিনীর সদস্যদের উদ্দেশে দেয়া বক্তব্যে সাবাহিফার্দ আকাশ প্রতিরক্ষা বাহিনীর শাহাদাত বরণকারীদের স্মরণ করেন এবং বিশেষ করে ১২ জুন ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধে প্রাণদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি জোর দিয়ে বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশসীমা ও ভূখণ্ড রক্ষায় আকাশ প্রতিরক্ষা বাহিনী সর্বশক্তি নিয়োজিত রেখে নির্ভীকভাবে অগ্রসেনার ভূমিকা পালন করছে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha