সোমবার ১৮ আগস্ট ২০২৫ - ১১:৫২
ইরাকের ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী ইরাকের কয়েকটি ঘাঁটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: আল-জাজিরা আরবি নেটওয়ার্ক এক ইরাকি সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, জোট বাহিনী আন-আসাদ সামরিক ঘাঁটি, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং যৌথ অপারেশন কমান্ড সেন্টার থেকে প্রত্যাহার করা হবে।

সূত্র অনুযায়ী, এসব ঘাঁটি থেকে সরে গিয়ে জোট বাহিনী উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে অবস্থান করবে।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ সেনা প্রত্যাহার প্রক্রিয়া বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যকার বিদ্যমান চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সম্পন্ন হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha