হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লেবাননের দক্ষিণাঞ্চল প্রতিদিনই জায়নবাদী আগ্রাসনের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে দেশকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট লেখক জওয়াহের জায়েদ।
তিনি বলেন, শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ, ধন্যবাদ জ্ঞাপন কিংবা পদক প্রদানে সীমাবদ্ধ না থেকে প্রকৃত প্রতিরোধকারীদের অবদানকে জাতীয়ভাবে গুরুত্ব দিতে হবে। এরা সেই যোদ্ধা ও মানুষ, যারা খিয়াম, আইতা, মেইস আল-জাবাল, ইয়ারিন, জাহিরা, শেবা থেকে শুরু করে কাফরশুবা পর্যন্ত নানা গ্রামে দাঁড়িয়ে নিজেদের মাতৃভূমি রক্ষায় লড়াই করেছেন।
জায়েদ আরও উল্লেখ করেন, দক্ষিণ লেবাননের এই অঞ্চলগুলোতে সুন্নি, শিয়া, দ্রুজ ও খ্রিস্টানসহ নানা ধর্ম ও গোত্রের মানুষ একসঙ্গে বসবাস করেন। তাই প্রতিরোধ কেবল কোনো নির্দিষ্ট মজহাব, গোত্র বা দলের বিষয় নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জাতীয় আদর্শ।
তিনি জোর দিয়ে বলেন, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধই জাতির শক্তির প্রধান উৎস।
আপনার কমেন্ট