বুধবার ২৭ আগস্ট ২০২৫ - ১১:২৬
পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আইআরজিসি অভিযানে বহু সন্ত্রাসী নিহত ও আটক

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের স্থলবাহিনীর কুদস ঘাঁটি গোয়েন্দা মন্ত্রণালয়ের সহযোগিতায় পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পরিচালিত অভিযানে একাধিক সন্ত্রাসীকে হত্যা ও আটক করেছে।

হাওজা নিউজ এজেন্সি: বুধবার সকালে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরানশাহর, খাশ ও সারাভান শহরে তিনটি যৌথ অভিযান চালানো হয়। এতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে কয়েকজন সন্ত্রাসী নিহত হয় এবং আরও কিছুজনকে জীবিত আটক করা হয়।

এর আগে মঙ্গলবার, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ মুসাভি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। আলোচনায় জেনারেল মুসাভি উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে ইরান-পাকিস্তান সীমান্তের উভয় পাশে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে।

তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ দমন ও নির্মূলে ইরান পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, দ্বিপাক্ষিক সহযোগিতার কাঠামোর মধ্য দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে।

জেনারেল মুসাভি পাকিস্তানের পূর্ববর্তী কিছু উদ্যোগের প্রশংসা করলেও উল্লেখ করেন, এই প্রচেষ্টা আরও বিস্তৃত করতে হবে এবং বিদ্যমান ঘাটতিগুলো কাটিয়ে উঠতে হবে।

ইরানি এই কমান্ডার বলেন, সীমান্ত নিরাপত্তা নিয়ে তেহরান ও ইসলামাবাদ একই দৃষ্টিভঙ্গি পোষণ করে। তিনি জোর দিয়ে বলেন, এই সীমান্তকে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও অর্থনৈতিক উন্নয়নের সীমান্তে পরিণত করতে হবে। তাঁর আশাবাদ, যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha