বুধবার ২৭ আগস্ট ২০২৫ - ২১:০১
ইরান সফলভাবে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে: প্রতিরক্ষামন্ত্রী

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, দেশীয়ভাবে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: জেনারেল নাসিরজাদে বলেন, সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের সময় ইরানি সশস্ত্র বাহিনী একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সফল আঘাত হেনেছে। এ সাফল্য প্রমাণ করে যে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর প্রতিরক্ষা ভেদে অত্যন্ত কার্যকর।

বুধবার সংসদীয় ও প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে নাসিরজাদে আরও উল্লেখ করেন, ইসরায়েল চাপিয়ে দেওয়া এ যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে পশ্চিমা সমর্থন থাকা সত্ত্বেও ইসরায়েলের প্রতিরক্ষা অবকাঠামো দুর্বল এবং তারা মোটেও অজেয় নয়।

এ বৈঠকে সংসদ সদস্যরা সশস্ত্র বাহিনীর সাফল্যের প্রশংসা করেন এবং প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে ধারাবাহিক সমর্থনের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানে আগ্রাসন চালায় এবং ১২ দিনের হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়। পরে ২২ জুন যুক্তরাষ্ট্রও যুদ্ধে যোগ দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরান উভয় আগ্রাসনেরই কঠোর জবাব দেয়, যার ফলে শেষ পর্যন্ত শত্রুপক্ষ যুদ্ধবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha