বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ - ১৯:৩৩
রাজাপুর পশ্চিম পাড়ায় মিলাদুন্নবী পালিত

গতকাল বাদুড়িয়া থানার অন্তর্গত রাজাপুর পশ্চিম পাড়া ইমামবাড়িতে মাগরিব নামাজের পর পবিত্র মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগণা): গতকাল বাদুড়িয়া থানার অন্তর্গত রাজাপুর পশ্চিম পাড়া ইমামবাড়িতে মাগরিব নামাজের পর পবিত্র মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে সঞ্চালনা করেন রাজা আলী সাহেব (রাজা পুর গ্রাম )এবং দ্বিতীয় পর্বে সঞ্চালনা করেন মিনহাজউদ্দিন সাহেব (সন্নিয়া গ্রাম)।

বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল হক্ব সাহেব (পেশ নামাজ– রাজাপুর পশ্চিম পাড়া মসজিদ) এবং মাওলানা হাসান আলী সাহেব (পেশ নামাজ– রাজাপুর বেড়িশা পাড়া মসজিদ)।

এছাড়া কাসিদা পরিবেশন করেন সোমপুর গ্রাম থেকে আগত মাওলানা আলী রেজা সাহেব (রানা), রাজাপুরের রফিউল ইসলাম সাহেব (রানা), শাহীন আলী সাহেব, জাহাঙ্গীর আলী সাহেব প্রমুখ।

অনুষ্ঠানে মক্তবের শিশু-কিশোররাও কবিতা আবৃতি, গজল ও সুরা পাঠের মাধ্যমে অংশগ্রহণ করে।

গ্রামের মা-বোনেরা ও স্থানীয় মুমিন সমাজের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। পরিশেষে গ্রামের যুবক সমাজের উদ্যোগে উপস্থিত সবার মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

রিপোর্ট: রেজা আলী

আপনার কমেন্ট

You are replying to: .
captcha