হাওজা নিউজ এজেন্সি: KHAMENEI.IR প্রকাশিত তথ্যমতে, এক মুমিন প্রশ্ন করেছিলেন: “আপনি কি গাজার মাজলুম জনগণের জন্য খুমসের একটি অংশ ব্যয় করার দেন অনুমতি দিবেন?”
রাহবারে মুআজ্জাম তার জবাবে বলেন, “মুমিনরা খুমসের ইমাম আলাইহিস সালামের অংশের অর্ধেক (অর্থাৎ মোট খুমসের এক-চতুর্থাংশ) গাজার মাজলুম জনগণের সহায়তায় প্রদান করতে পারবেন।”
এই ধর্মীয় নির্দেশনা শুধু গাজার নির্যাতিত মুসলিমদের সহায়তার জন্যই নয়, বরং বিশ্ব মুসলিম সমাজের প্রতি এক গভীর মানবিক ও ঐক্যের বার্তা বহন করছে।
আপনার কমেন্ট