শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:৫৫
“গাজা ইসরায়েলি সেনাদের কবরস্থানে পরিণত হবে”– হামাসের সতর্কবার্তা

গাজায় সম্ভাব্য সামরিক অভিযানের হুমকির জবাবে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস এক তীব্র সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে, গাজা শহরে প্রবেশ করলে ইসরায়েলি সেনারা কঠিন প্রতিরোধ, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আরও বেশি সেনা বন্দি হওয়ার ঝুঁকির মুখোমুখি হবে।

হাওজা নিউজ এজেন্সি: গাজা শহরে সম্ভাব্য ইসরায়েলি হামলার পরিকল্পনা ও বন্দীদের বর্তমান অবস্থা নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে কাসাম ব্রিগেডস ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে উদ্দেশ্য করে জানায়, “গাজা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য সহজ লক্ষ্য হবে না। আমরা ভীত নই এবং তোমাদের সেনাদের নরকে পাঠাতে প্রস্তুত।”

হামাস জানায়, তাদের যোদ্ধারা গাজা জুড়ে অসংখ্য ঘাঁটি, হাতে তৈরি বিস্ফোরক এবং হামলার প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। কাসাম ব্রিগেডসের ভাষায়, গাজা “ইসরায়েলি সেনাদের কবরস্থানে” পরিণত হবে।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, গাজায় প্রবেশ করলে ইসরায়েলকে দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। এতে আরও বেশি সেনা হতাহত হবে এবং বহুজন বন্দি হবে।

সংগঠনটি আরও জানায়, “আমরা যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছি যাতে তারা তোমাদের সাঁজোয়া যানগুলোর কেবিনে বিস্ফোরক স্থাপন করতে পারে। তোমাদের বুলডোজারগুলোও আমাদের লক্ষ্যবস্তু হবে, যা আরও বেশি সৈন্যকে আমাদের হাতে বন্দি করবে।”

বিবৃতিতে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের প্রসঙ্গেও মন্তব্য করা হয়েছে। কাসাম ব্রিগেডস জানায়, “ইসরায়েলি বন্দীরা গাজার বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে। যেহেতু নেতানিয়াহু তাদের জীবন বিপন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তাদের আর সুরক্ষা দেব না। যদি এই অভিযান চালানো হয়, তবে তোমরা তোমাদের কোনো বন্দীকেই– না জীবিত, না মৃত– ফিরে পাবে না। তাদের সবার পরিণতি হবে নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদের মতো।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha