শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫ - ১৩:১২
রাজাপুরে মিলাদে সাদিকাইন পালন

হজরত মুহাম্মদ মুস্তফা (সা.) ও ঈমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে রাজাপুর-বেরিশায় এক বর্ণাঢ্য মিলাদে সাদিকাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রাজাপুর-বেরিশা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ | ১৯ সেপ্টেম্বর ২০২৫

হজরত মুহাম্মদ মুস্তফা (সা.) ও ঈমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে রাজাপুর-বেরিশায় এক বর্ণাঢ্য মিলাদে সাদিকাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এলাকার ধর্মপ্রাণ মানুষদের উপস্থিতিতে মাহফিলটি ধর্মীয় আবহে ভরে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চলের প্রখ্যাত মেহমান কবি ও বক্তাগণ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—

১. জনাব মাওলানা রেজাউল হক্ক কুম্মী সাহেব (সন্নিয়া)
২. জনাব মাওলানা হাসান আলী নাজাফী সাহেব (মাসিয়া)
৩. জনাব মাওলানা আলিরেজা (রানা) সাহেব (সোমপুর)
৪. যাকিরে আহলেবাইত জনাব শাব্বীর মাওলায়ী সাহেব (ঢালিপাড়া)
৫. জনাব কামাল হুসাইন সাহেব (নারিকেলবেড়িয়া)
৬. জনাব আবরার আলী সাহেব (মাসিয়া)
৭. জনাব আলিরেজা সাহেব (শঙ্করপুর)

তাঁরা সকলেই মিলাদের মাহাত্ম্য, ইসলামের শিক্ষা ও মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর জীবনদর্শন নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন।

ধর্মপ্রাণ মানুষদের উপস্থিতি ও অংশগ্রহণে রাজাপুর-বেরিশার এই মিলাদে সাদিকাইন অনুষ্ঠান আঞ্চলিকভাবে এক মিলনমেলায় পরিণত হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha