হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান শীতলপুরে এক মনোজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিনে এই মাহফিল ভক্তি, শ্রদ্ধা ও উৎসবের আবহে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা মনির আব্বাস নাজাফি, ইমামে জুমা হলদিয়া
মাওলানা আসাদ রেজা সাহেব, উত্তর ২৪ পরগনা
মাওলানা আবুল হাসান সাহেব, ইমামে জুমা বাগনান মহাদেবপুর
মাওলানা আলী মোঃ সাহেব, মেটিয়াবুরুজ
ধর্মীয় আলোচনার পাশাপাশি নবীর জীবনী, আদর্শ ও মানবতার বার্তা তুলে ধরেন বক্তারা।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট কবিগণ—
সৈয়েদ হায়দার আলী সাহেব, মেটিয়াবুরুজ
জনাব আশরাফ আলী সাহেব, মাসিয়া, উত্তর ২৪ পরগনা
জনাব মনিরুল গাজী সাহেব, গোয়াল আটি, উত্তর ২৪ পরগনা
জনাব শেখ বিদ্যুৎ সাহেব, বাগনান শীতলপুর
জনাব ইন্তাজ হোসেন সাহেব, বাগনান শীতলপুর
তাদের কবিতা পাঠে মিলাদুন্নবী মাহফিল আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয় মুসলিম সমাজ ও দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একতা, শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়।
আপনার কমেন্ট