বুধবার ২৪ সেপ্টেম্বর ২০২৫ - ১৩:৩৪
কুলিয়া গ্রামে মেহফিল অনুষ্টিত হলো

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত কুলিয়া গ্রামে মেহফিল অনুষ্টিত হলো !!

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪-পরগণার বাদুড়িয়া থানার অন্তর্গত কুলিয়া গ্রামে গতকাল রাত্রে একটি মেহফিলের আয়োজন করে কুলিয়া গ্রামাবাসী৷
 
বাদ মাগরীব পবিত্র কোরআন তেলায়তের মাধ্যমে অনুষ্টান শুরু হয়৷ কোরআন তেলায়ত করেন উক্ত গ্রামের পেশ ইমাম  জনাব মওলানা মদদত আলী সাহেব৷ 

জনাব মুক্তার হোসেন এবং জনাব হাসান আলী সাহেবদ্বয়ের পরিচালনায় গতকালের অনুষ্টানে কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়৷ 

গজলকারক ও কবি হিসাবে উপস্থিত ছিলেন আশে পাশের গ্রাম থেকে বহু যুবকবৃন্দ৷ 
আলোচক হিসাবে উপস্থিত ছিলাম আমরা দুজন, জনাব মওলানা মদদত আলী সাহেব ও হাওড়া জেলা থেকে আগত আমি মুস্তাক আহমদ৷

আপনার কমেন্ট

You are replying to: .
captcha