বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫ - ১১:১১
আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে বহিষ্কার করুন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিফা ও উয়েফার প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলের সদস্যপদ স্থগিত করে তাদের দলগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হোক।

হাওজা নিউজ এজেন্সি: বুধবার রাতে প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি জানায়, ফিফা ও উয়েফার উচিত তাদের দায়িত্ব পালন করে অবিলম্বে ইসরায়েলের অংশগ্রহণ বন্ধ করা। এর ফলে দখলদার শাসনের দলগুলো কোনো মহাদেশীয় বা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেন, “যখন ইসরায়েলি দল নরওয়ে ও ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি নিচ্ছে, তখনও এই শাসন গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে।”

তিনি উল্লেখ করেন, গাজায় এখন পর্যন্ত দখলদার বাহিনীর হামলায় প্রায় ৬৫ হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ৮০০-রও বেশি ক্রীড়াবিদ, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকও আছেন, যাদের হত্যা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে জনগণকে নিশ্চিহ্ন করা, জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং অনাহারে রাখার নীতির অংশ হিসেবে।

কালামার্ড জোর দিয়ে বলেন, “এই পরিস্থিতিতে উয়েফা ও ফিফার উচিত আন্তর্জাতিক আইন মেনে তাদের দায়িত্ব পালন করা এবং ইসরায়েলি দলগুলোকে মহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha