শনিবার ৪ অক্টোবর ২০২৫ - ১৬:৩৬
শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ ছিলেন স্পষ্টবাদী, সাহসী ও আন্তরিক নেতৃত্বের প্রতীক

নাসরুল্লাহ ছিলেন এমন এক নেতা যিনি সব বিষয়ে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি পোষণ করতেন এবং তাঁর কথাবার্তায় কখনো দ্ব্যর্থতা বা অস্পষ্টতা ছিল না।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বৈরুত: লেবাননের মুসলিম আলেমদের সমিতির ট্রাস্টি বোর্ডের সভাপতি শেখ গাজি হনিনে শহীদ সায়্যেদ হাসান নাসরুল্লাহ-এর ব্যক্তিত্ব সম্পর্কে গভীর শ্রদ্ধার সঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেন, নাসরুল্লাহ ছিলেন এমন এক নেতা যিনি সব বিষয়ে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি পোষণ করতেন এবং তাঁর কথাবার্তায় কখনো দ্ব্যর্থতা বা অস্পষ্টতা ছিল না।

শেখ হনিনে বলেন, তিনি যখন মানুষের সঙ্গে কথা বলতেন, সরাসরি এবং নির্ভীকভাবে কথা বলতেন। তাঁর বক্তব্য ছিল পরিষ্কার, উদ্দেশ্য ছিল স্পষ্ট, আর প্রকাশভঙ্গি ছিল সহজবোধ্য।

তিনি আরও যোগ করেন, নাসরুল্লাহর বক্তৃতা বোঝার জন্য মানুষের সময় নষ্ট করতে হতো না। তাঁর বক্তব্য ছিল এমন নিখাদ ও আন্তরিক যে কেউ কখনও তাঁর কথাকে বিকৃতভাবে উদ্ধৃত করতে পারত না।

লেবাননের অন্যান্য রাজনীতিবিদদের প্রসঙ্গে তিনি বলেন, অনেক রাজনীতিক আছেন যারা একটি কথা বলেন, পরে বোঝান অন্য কিছু। কিন্তু সৈয়দ হাসান ছিলেন ব্যতিক্রম। “তিনি যা বলতেন, সেটাই তাঁর সত্যিকারের অবস্থান ছিল। তাঁর কথায় কোনো দ্বিমুখিতা ছিল না; তিনি ছিলেন সত্য ও সাহসের প্রতীক,” মন্তব্য করেন শেখ হনিনে।

সৈয়দ হাসানের নেতৃত্বগুণের আরেকটি দিক তুলে ধরে তিনি বলেন, তিনি সবসময় সহযোগীদের সামনে লক্ষ্য অর্জনের পথ সহজ করে দিতেন। যাঁরা তাঁর সঙ্গে কাজ করতেন, তাঁদের তিনি উৎসাহ দিতেন, সহায়তা করতেন এবং সফলতার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতেন, জানান শেখ হনিনে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এমন গুণ আমাদের সমাজে এবং পুরো আরব বিশ্বে এখন খুবই বিরল।

শেখ গাজি হনিনের বক্তব্যে উঠে এসেছে সায়্যেদ হাসান নাসরুল্লাহ-এর স্পষ্টবাদিতা, আন্তরিকতা, নেতৃত্বগুণ ও সাহসিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি-যা তাঁকে শুধু লেবাননের নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha