সোমবার ৬ অক্টোবর ২০২৫ - ১০:১১
ইমাম হাসান আসকারী (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইমাম হাসান আসকারী (আ.) ছিলেন জ্ঞান, নৈতিকতা ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক, যাঁর জীবনধারা মুসলিম সমাজের জন্য আদর্শ।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম হাসান আসকারী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট আলেম মাওলানা ক্বারী নাসিরউদ্দিন (বীরভূম ভেদিয়া গ্রামের ইমাম) ইমাম হাসান আসকারী (আ.)-এর মহৎ গুণাবলী, ত্যাগ, ধৈর্য ও ইসলামী দাওয়াত প্রচারে তাঁর অসামান্য ভূমিকা সম্পর্কে গভীরভাবে আলোচনা করেন।

তিনি বলেন, ইমাম হাসান আসকারী (আ.) ছিলেন জ্ঞান, নৈতিকতা ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক, যাঁর জীবনধারা মুসলিম সমাজের জন্য আদর্শ। আলোচনায় তিনি বড় পীর গাউসুল আযম (রহ.)-এর মহান অবদান ও আধ্যাত্মিক নেতৃত্ব সম্পর্কেও বিশেষভাবে আলোকপাত করেন।

সভায় উপস্থিত বক্তারা ইসলামের আদর্শ প্রচার ও ইমামদের জীবনের শিক্ষা অনুসরণের আহ্বান জানান।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha