বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ - ১৩:২৬
নামাজের শিক্ষা ও প্রচারে আধুনিক মাধ্যম ব্যবহার অপরিহার্য

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ি ৩২তম জাতীয় নামাজ সম্মেলনে পাঠানো এক গুরুত্বপূর্ণ বার্তায় বলেন— “নামাজের প্রচার ও শিক্ষা ধর্মপ্রচারমূলক প্রতিষ্ঠানগুলোর অনিবার্য দায়িত্ব। এ দায়িত্ব পালনে আধুনিক মাধ্যম ও কার্যকর পদ্ধতির ব্যবহার অপরিহার্য।”

হাওজা নিউজ এজেন্সি: জাতীয় নামাজ সম্মেলন ইরানের অন্যতম কল্যাণকর ও ফলপ্রসূ সমাবেশগুলোর একটি। যে দিনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, সেটি বছরের অন্যতম বরকতময় দিন মনে করা হয়—কারণ, ইসলামী ফরজসমূহের মধ্যে এই গভীর অর্থবহ ও জীবনদায়ক ফরজ ইবাদত (নামাজ) বিশেষ মর্যাদা ও গুরুত্ব ধারণ করে। দেশটির সর্বোচ্চ নেতা তাঁর বার্তায় এ বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন।
 

সর্বোচ্চ নেতার বার্তার পূর্ণ অনুবাদ:

بِسمِ‌اللّهِ الرَّحمنِ الرَّحیم
وَ صَلَّی اللّهُ عَلی مُحَمَّدٍ وَ آلِهِ الطَّاهِرینَ

নামাজ সম্মেলন দেশব্যাপী অন্যতম কল্যাণকর সমাবেশ, আর যেদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয়, তা বছরের অন্যতম বরকতময় দিন। কারণ, এই গভীর অর্থবহ ও জীবনদায়ক ফরজ ইবাদত ইসলামী বিধানসমূহের মধ্যে সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন।

নামাজ যখন তার নিজস্ব আদব ও রুহানিয়াত—যেমন খুশু (বিশেষ মনোযোগ) ও আল্লাহর প্রতি আন্তরিক সমর্পণসহ আদায় করা হয়—তখন তা হৃদয়কে প্রশান্ত করে, সংকল্পকে দৃঢ় করে, ঈমানকে গভীর করে এবং আশাকে নবজীবন দান করে। মানুষের দুনিয়া ও আখিরাতের সাফল্য এমনই হৃদয়, এমনই দৃঢ় ইচ্ছাশক্তি, এমনই গভীর ঈমান ও আশাবাদের উপর নির্ভরশীল।

এ কারণেই কুরআন ও অন্যান্য ধর্মীয় গ্রন্থে নামাজের প্রতি আহ্বান অন্য সব ফরজের তুলনায় অধিক জোর দিয়ে এসেছে। এজন্যই আজানের সময় ঘোষণা করা হয়—
حَيَّ عَلَى خَيْرِ الأَعْمَال — ‘নামাজই সর্ব কাজের চেয়ে উত্তম।’

পিতা-মাতা, শিক্ষক, বন্ধুবান্ধব, এবং সমাজজীবনের নিয়ম-নীতি ও অভ্যাস—সবকিছুই নামাজের প্রসার ও তার প্রতি অঙ্গীকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ধর্মপ্রচারমূলক প্রতিষ্ঠান, আলেম সমাজ এবং সকল ধর্মনিষ্ঠ ব্যক্তিদের উচিত এই দায়িত্বকে নিজেদের অবশ্য কর্তব্য হিসেবে বিবেচনা করা এবং নামাজ শিক্ষা ও প্রচারে, এর সূক্ষ্ম ও গভীর তাৎপর্য ব্যাখ্যায় এবং প্রত্যেক মুসলমানের পার্থিব ও পরকালীন প্রয়োজনের ব্যাখ্যায় আধুনিক যোগাযোগ মাধ্যম ও উৎসাহব্যঞ্জক উপকরণ ব্যবহার করা।

আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হযরত কারাআতি সাহেবকে, যিনি এই ফলদায়ক উদ্যোগের বীজ রোপণ করেছেন এবং তা আজকের পর্যায়ে পৌঁছে দিয়েছেন।

ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সাইয়্যেদ আলী খামেনেয়ি

আপনার কমেন্ট

You are replying to: .
captcha