সোমবার ২০ অক্টোবর ২০২৫ - ১২:৪৮
গাজা চুক্তি ভাঙলে ইসরায়েলকে ভয়াবহ মূল্য দিতে হবে— ইয়েমেনের হুঁশিয়ারি

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা সংক্রান্ত চুক্তি ভেঙে গেলে ইসরায়েলকে ভয়াবহ মূল্য দিতে হবে।

হাওজা নিউজ এজেন্সি: ইয়েমেনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক উপমন্ত্রী আব্দুলওয়াহিদ আবু রাস জানিয়েছেন, ইয়েমেন গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি এবং জায়নিস্ট শক্তির অব্যাহত আগ্রাসন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, এসব কর্মকাণ্ড ইসরায়েলের নিজস্ব চুক্তিগত দায়বদ্ধতা থেকে সরে যাওয়ার সুস্পষ্ট ইঙ্গিত দেয়।

সাবা নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে উপমন্ত্রী সতর্ক করে বলেন, যদি এই চুক্তি ভেঙে পড়ে, তাহলে শত্রুকে এর কঠিন মূল্য দিতে হবে। “আল্লাহর ইচ্ছায়, তাদের ক্ষতি হবে আগের যেকোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি,” তিনি বলেন।

আব্দুলওয়াহিদ আবু রাস আরও বলেন, “আমরা আমাদের প্রতিরোধ ফ্রন্টের ভাইদের জানাতে চাই— তারা একা নয়। এটি এক সম্মিলিত সংগ্রাম, আর ইয়েমেন দৃঢ়ভাবে তাদের পাশে আছে এবং ইনশাআল্লাহ, কোনো পরিস্থিতিতেই তাদের ত্যাগ করবে না।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha