বুধবার ১৫ অক্টোবর ২০২৫ - ১১:৩৪
গুনাহের যন্ত্রণা থেকে মুক্তির পথ

মানবজীবনের অন্যতম গভীর বাস্তবতা হলো—পাপ আত্মাকে অসুস্থ করে তোলে। কিন্তু ইসলাম এই আত্মিক ব্যাধিরও কার্যকর চিকিৎসা নির্দেশ করেছে, এক হাদীসেে যার সারাংশ তুলে ধরেছেন আমুরুল মুমিনীন ইমাম আলী (আ.)।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,
الذُّنوبُ الدّاءُ، وَ الدَّواءُ الاِستِغفارُ، وَ الشِّفاءُ أن لا تَعودَ.
গুনাহ হলো এক রোগ; এর ওষুধ হলো ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা); আর প্রকৃত আরোগ্য হলো—যেন মানুষ আর কখনো সেই গুনাহের দিকে ফিরে না যায়।”

[গুরারুল হিকাম, হাদীস নং ১৮৯০]

ইমাম আলী (আ.)-এর এই বাণী শেখায়—পাপ আত্মাকে ব্যথিত করে, ইস্তেগফার সেই ব্যথার ওষুধ, আর পুনরায় পাপে না ফেরা হচ্ছে সম্পূর্ণ আরোগ্য। প্রকৃত তওবা তাই কেবল ক্ষমা চাওয়া নয়, বরং পুনরায় গুনাহ থেকে চিরবিচ্ছেদ ঘোষণাই তার নিদর্শন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha