হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
عَلَیکُم بِالعَفوِ؛ فَإِنَّ العَفوَ لا یَزیدُ العَبدَ إِلّا عِزّاً، فَتَعافَوا یُعِزَّکُمُ اللّهُ.
অর্থাৎ— “তোমরা ক্ষমাশীল হও; কারণ ক্ষমা এমন এক গুণ যা বান্দার মর্যাদা ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে না। অতএব, তোমরা পরস্পরকে ক্ষমা করো, আল্লাহ তাতে তোমাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করবেন।”
[আল-কাফি, খণ্ড ২, পৃষ্ঠা ১০৮, হাদীস ৫]
ক্ষমা মানুষের হৃদয়কে প্রশান্ত করে, বিদ্বেষ ও প্রতিশোধের আগুন নিভিয়ে দেয় এবং সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে। আল্লাহ যাদের অন্তরে ক্ষমার গুণ দান করেন, তাঁরাই সত্যিকারের সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তি। ক্ষমাশীলতা তাই শুধু নৈতিক সৌন্দর্য নয়, বরং আল্লাহপ্রদত্ত মর্যাদার প্রতিফলন।
আপনার কমেন্ট