সোমবার ২০ অক্টোবর ২০২৫ - ২১:৩৯
আমেরিকাই গাজার যুদ্ধে মূল অংশীদার

আমেরিকাকে দায়ী করে তীব্র সমালোচনা-এক বক্তার সরোচক অভিযোগ ও গাজার মানবিক বিপর্যয়ের আড়ালে রাজনৈতিক বিশ্লেষণ

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রথমত হলো-আমেরিকাই গাজার যুদ্ধে মূল অংশীদার। কোনো সন্দেহ নেই; সে নিজেই তার ভাষণে স্বীকার করেছে, বলেছেন আমরা গাজায় একসঙ্গে কাজ করেছি। যদি আমি না বলতাম ওটা বোঝা যেত যে তাদের সামরিক সরঞ্জাম, তাদের শস্ত্র, তাদের সুযোগ-সুবিধা প্রচুর পরিমাণে সিয়োনিস্ট শাসনের হাতে পৌছে গেছে যাতে তা নিরস্ত্র গাজার মানুষের মাথার ওপর ছুঁড়ে দেওয়া যায়। আমেরিকা এই নিষ্ঠুরতার অংশীদার। তারা বলে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছি-বিশ হাজার, বিশ হাজারেরও বেশি শিশু, নবজাতক ও শৈশবী এই আক্রমণে শহীদ হয়েছে। তারা কি সন্ত্রাসী ছিল? চার বছরের, পাঁচ বছরের শিশু বা সদ্যজাত নবজাতক-তোমরা বিশ হাজারেরও বেশি তাদের মেরেছো। তারা কি সন্ত্রাসী ছিল? সন্ত্রাসী তোমরা। সন্ত্রাসী তোমরা যে দায়েশ (داعش) তৈরি করেছেো এবং তাদেরকে বিভিন্ন এলাকায় ছুঁড়ে দাও, তারপর তাদের ধরে রাখো যাতে একদিন সেগুলো ব্যবহার করতে পারো। এখন এই ধরনের কয়েকজন দায়েশ সদস্য আমেরিকার নিয়ন্ত্রণে কোথাও রাখা আছে, যাতে যখন খুশি তারা তাদের ব্যবহার করতে পারে। সন্ত্রাসী তুমি।প্রথমত হলো-আমেরিকাই গাজার যুদ্ধে মূল অংশীদার। কোনো সন্দেহ নেই; সে নিজেই তার ভাষণে স্বীকার করেছে, বলেছেন আমরা গাজায় একসঙ্গে কাজ করেছি। যদি আমি না বলতাম ওটা বোঝা যেত যে তাদের সামরিক সরঞ্জাম, তাদের শস্ত্র, তাদের সুযোগ-সুবিধা প্রচুর পরিমাণে সিয়োনিস্ট শাসনের হাতে পৌছে গেছে যাতে তা নিরস্ত্র গাজার মানুষের মাথার ওপর ছুঁড়ে দেওয়া যায়। আমেরিকা এই নিষ্ঠুরতার অংশীদার। তারা বলে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছি-বিশ হাজার, বিশ হাজারেরও বেশি শিশু, নবজাতক ও শৈশবী এই আক্রমণে শহীদ হয়েছে। তারা কি সন্ত্রাসী ছিল? চার বছরের, পাঁচ বছরের শিশু বা সদ্যজাত নবজাতক-তোমরা বিশ হাজারেরও বেশি তাদের মেরেছো। তারা কি সন্ত্রাসী ছিল? সন্ত্রাসী তোমরা। সন্ত্রাসী তোমরা যে দায়েশ (داعش) তৈরি করেছেো এবং তাদেরকে বিভিন্ন এলাকায় ছুঁড়ে দাও, তারপর তাদের ধরে রাখো যাতে একদিন সেগুলো ব্যবহার করতে পারো। এখন এই ধরনের কয়েকজন দায়েশ সদস্য আমেরিকার নিয়ন্ত্রণে কোথাও রাখা আছে, যাতে যখন খুশি তারা তাদের ব্যবহার করতে পারে। সন্ত্রাসী তোমরা।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha