রবিবার ৯ নভেম্বর ২০২৫ - ২১:৫৬
নাইজেরিয়ার মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে বন্ধুত্ব জোরদারে শেখ ইব্রাহিম জাকজাকির আহ্বান

নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেখ ইব্রাহিম জাকজাকি দেশটির সব নাগরিককে—খ্রিস্টান ও মুসলমান নির্বিশেষে—আহ্বান জানিয়েছেন যেন তারা জাতিগত ও ধর্মীয় ভিন্নতার নামে কোনো ধরনের সংঘাতে জড়িত না হন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেখ ইব্রাহিম জাকজাকি সম্প্রতি কাদুনা রাজ্যের নাসারাওয়া সম্প্রদায়ের বিশিষ্ট মুসলিম ও খ্রিস্টান নেতৃবৃন্দের সঙ্গে এক আন্তরিক বৈঠকে অংশ নেন। সেখানে তিনি জাতিগত ও ধর্মীয় ইস্যুতে বিভাজন বা সংঘাত এড়িয়ে ঐক্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।

এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন:

শেখ ইব্রাহিম জাকজাকি, নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা

হাজী আলিউ মাই লাফিয়া, নাইজেরীয় খ্রিস্টানদের স্থানীয় প্রতিনিধি ও চিরোমান নাসারাওয়া

মি. ডমিনিক, নাসারাওয়ার ক্যাথলিক চার্চের প্রধান যাজক

শেখ আল্লামা জাবির মুহাম্মদ, নাসারাওয়ার জামে মসজিদের ইমাম

শেখ জাকজাকি সভায় বলেন: আমাদের কখনোই ধর্মীয় বা জাতিগত পার্থক্যের অজুহাতে সংঘাতে লিপ্ত হওয়া উচিত নয়। আমাদের শান্তি, বন্ধুত্ব ও ঐক্যের সঙ্গে একত্রে বসবাস করতে হবে — এটাই সবার জন্য মঙ্গলজনক।

তিনি আরও যোগ করেন: এটি বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের এক উৎকৃষ্ট সুযোগ।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকটি কাদুনা ও সমগ্র নাইজেরিয়ায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের অনুসারীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সূত্র: নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট

আপনার কমেন্ট

You are replying to: .
captcha