শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ - ১৬:৪৭
যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া  ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক সপ্তাহও যুদ্ধ করতে সক্ষম নয়

ইরানে জাতীয় পার্লামেন্টের স্পিকার ড. মোহাম্মদ বাকের কালিবফ বলেছেন, গত জুনে ১২ দিনের আগ্রাসনে ইসরায়েল কঠোর শাস্তি পেয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলি শাসন ইরানের বিরুদ্ধে এক সপ্তাহও টিকে থাকতে সক্ষম নয়।

হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার ইমাম খোমেনি (রহ.) মুসাল্লায় স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কালিবফ বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শক্তি শুধুমাত্র ক্ষেপণাস্ত্র বা সামরিক সরঞ্জামের ওপর নির্ভরশীল নয়; বরং এর মূল ভিত্তি হলো জনগণের অকুণ্ঠ সমর্থন।

তিনি বলেন, “যদি জনগণের হৃদয় আমাদের সঙ্গে থাকে, আমরা এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ। কিন্তু জনগণ আমাদের পাশে না থাকলে, আমাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপও সেই কার্যকারিতা দেখাবে না, যেভাবে তা সম্প্রতি যুদ্ধে প্রমাণিত হয়েছিল।”

কালিবফ আরও বলেন, ইসরায়েলি শাসন এবং তাদের মার্কিন পৃষ্ঠপোষকেরা ১২ দিনের যুদ্ধে ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর হাতে পরাজিত হয়েছে। তিনি উল্লেখ করেন, “প্রথম দিনের ক্ষয়ক্ষতির পর ষষ্ঠ দিনে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করার চেষ্টা করেছিলেন।”

তিনি বলেন, “শত্রু সামরিক শক্তি নিয়ে প্রবেশ করেছিল, আমরা তাদেরকে একইভাবে শক্তিশালী সামরিক জবাব দিয়ে শাস্তি দিয়েছি।”

কালিবফ আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তা ছাড়া ইসরায়েল এক সপ্তাহও যুদ্ধ চালিয়ে যেতে পারত না। “তারা কয়েকদিন মাত্র টিকে থাকতে পেরেছিল, তার জন্যও যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থন অপরিহার্য ছিল।”

তিনি সতর্ক করে বলেন, ১২ দিনের যুদ্ধে ব্যর্থ হওয়ার পরও শত্রুরা বিভিন্ন রূপে শত্রুতা অব্যাহত রেখেছে। বিশেষত তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ, বিভ্রান্তিমূলক প্রচারণা ও সাংস্কৃতিক আক্রমণের মাধ্যমে জনগণকে ইসলামি ব্যবস্থার (নিজাম) থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।

কালিবফ জোর দিয়ে বলেন, “ইসলামি ব্যবস্থার প্রতি জনগণের সমর্থন অটুট রাখা—এটাই শত্রুর বিরুদ্ধে ধারাবাহিক বিজয় নিশ্চিত করার একমাত্র পথ।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha