হাওজা নিউজ এজেন্সি-এর রিপোর্ট অনুযায়ী, হাওজা ইলমিয়া ও বিশ্ববিদ্যালয়ের এ বিশিষ্ট আলেম একই বক্তব্যে বলেন যে, আল্লাহর পথে খরচ করা মানুষকে সত্যিকারের সফলতাতে পৌঁছে দেয়।
তিনি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম)-এর সেই উপদেশ বর্ণনা করেন যেখানে নবী করীম (সা.) হযরত বিলাল (রা.)-কে বলেছিলেন:
“انفق یا بلال” — হে বিলাল! যা কিছুই আছে আল্লাহর রাস্তায় ব্যয় করো; এবং দারিদ্র্যের ভয় অন্তরে প্রবেশ করতে দিও না।
মোহাম্মদ হাদি ফালাহ খোরশিদি বলেন, হযরত বিলাল (রা.) আর্থিকভাবে দুর্বল ছিলেন; কিন্তু যখনই তাঁর কাছে ভালো খেজুর আসত, তিনি সেগুলো নবী করীম (সা.)-এর মেহমানদারির জন্য আলাদা করে রাখতেন। এ সময় রাসুলুল্লাহ (সা.) তাঁকে থামিয়ে দিতেন এবং বলতেন:
“হে বিলাল! যা আছে, আল্লাহর পথে দাও। আল্লাহর খাজানায় কোনো ঘাটতি নেই, দারিদ্র্যের ভয় করো না।”
তিনি বলেন, প্রত্যেক মানুষের ভেতরেই একটি “বিলাল” আছে— সেই পবিত্র অন্তর, যা দানের মানসিকতা জাগ্রত রাখে এবং মানুষকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারে।
তিনি আরও বলেন, যে ব্যক্তি ইনফাক (দান) করে— আল্লাহ অবশ্যই তাকে তার প্রতিদান দেন। এ প্রসঙ্গে আমিরুল মুমিনীন ইমাম আলী (আ.)-এর গভীর অর্থবহ উক্তিটি স্মরণযোগ্য:
“جُودُوا بِما یَفنی تَعتاضُوا عَنهُ بِما یَبقی”
অর্থাৎ: যা নশ্বর পৃথিবী, তা দান করে দাও— যাতে তার বদলে তুমি পেয়ে যাও সেই পরকাল, যা চিরস্থায়ী।
তিনি বলেন, এটি শুধু একটি উপদেশ নয়; বরং ইমাম আলী (আ.)-এর পক্ষ থেকে দেওয়া এক ঐশী নিশ্চয়তা— যে আল্লাহর পথে দান করে, সে কখনো বঞ্চিত হয় না।
আপনার কমেন্ট