রবিবার ২৩ নভেম্বর ২০২৫ - ১০:২১
ইসরায়েলি হামলায় গাজায় অন্তত আরও ২৩ জন নিহত

শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: ফিলিস্তিনের হামাস আন্দোলনের নিকটবর্তী সূত্র কুদস পোর্টাল জানিয়েছে, আরও অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও কিশোরও রয়েছেন, তবে তাদের মোট সংখ্যা এখনও জানা যায়নি।

এই হামলার লক্ষ্যবস্তু ছিল গাজার কেন্দ্রীয় ও উত্তরাঞ্চল।

নভেম্বর ২০ তারিখে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল গাজা উপত্যকায় তাদের নিয়ন্ত্রণকৃত এলাকা ‘হলুদ রেখা’–এর বাইরে প্রসারিত করেছে। হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনারা একতরফাভাবে হলুদ রেখা থেকে ৩০০ মিটার এগিয়ে অতিরিক্ত এলাকা দখল করেছে।

উল্লেখ্য, অক্টোবর ৯ তারিখে ইসরায়েল ও হামাস মিশর, কাতার, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যস্থতায় প্রথম ধাপের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য চুক্তি করে। চুক্তি অনুযায়ী গাজায় অস্ত্রবিরতি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। এই চুক্তির মাধ্যমে ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় এলাকা থেকে হলুদ রেখার দিকে সরে আসে, তবে গাজার মোট এলাকা থেকে ৫০%-এর বেশি অংশে তাদের নিয়ন্ত্রণ বজায় থাকে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha