হাওজা নিউজ এজেন্সি: হযরত আয়াতুল্লাহ জাওয়াদী আমুলী তাঁর এক নিবন্ধে বন্ধু বাছাই ও বুদ্ধিমান সঙ্গীর গুরুত্ব তুলে ধরে বলেন,
وَاحْذَرْ صَحَابَةَ مَنْ یَفِیلُ رَأْیُهُ
— অর্থাৎ, তুমি হাওজা (দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান) বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যা-ই হও না কেন, ঘনিষ্ঠ বন্ধু নির্বাচন করার সময় অবশ্যই একজন বিচক্ষণ, মেধাবী ও দূরদর্শী ব্যক্তিকে বেছে নিতে হবে। যার বুদ্ধি-প্রতিভা দুর্বল, যার উপলব্ধি, সমঝদারি, চিন্তা ও স্মরণশক্তি অগভীর— এমন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব করার প্রয়োজন নেই। অবশ্য সাধারণ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক মুসলমানদের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ; কিন্তু ঘনিষ্ঠ বন্ধুর ক্ষেত্রে যোগ্যতা ও প্রজ্ঞা অপরিহার্য।
তিনি আরও বলেন,
وَاحْذَرْ صَحَابَةَ مَنْ یَفِیلُ رَأْیُهُ وَیُنْکَرُ عَمَلُهُ
— যে মানুষের না জ্ঞানের দৃঢ়তা আছে, না ভালো মেধা, না উত্তম চরিত্র— তার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব করার কোনও কারণ নেই।
কারণ— فَإِنَّ الصَّاحِبَ مُعْتَبَرٌ بِصَاحِبِهِ— মানুষকে তার বন্ধুর মাধ্যমেই চেনা যায়; বন্ধুসঙ্গই ব্যক্তির পরিচয় ও মর্যাদার প্রতিফলন।
নৈতিক পাঠ: ৯৬/০৯/০৯ হি.শা. (৩০ নভেম্বর ২০১৭)
আপনার কমেন্ট