বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ - ০৭:২৫
মৃত্যুর স্মরণ এবং সরল ও সন্তুষ্টির জীবনধারা

আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) মৃত্যুর স্মরণকে জীবনে শান্তি, পরিমিতি এবং সন্তুষ্টির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মুমিনিন আলী (আ.) বলেন,
مَن ذَکَرَ المَوتَ رَضِیَ مِنَ الدُّنیا بِالیَسیرِ
যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, সে দুনিয়ার জীবনে সামান্যতেই সন্তুষ্ট থাকে!

[গুরারুল হিকম, হাদিস ৮৮৪৩]

এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে মৃত্যুকে স্মরণ করলে অযাচিত অহংকার ও অতিরিক্ত ভোগের আকাঙ্ক্ষা কমে যায়। ফলে জীবন সহজ-সরল, পরিমিত ও সুখের হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha