শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ - ১০:১৮
জুম্মার গোসলের গুরুত্ব

ইসলামে শুক্রবারের দিনকে ইবাদত, পবিত্রতা ও সমবেত উপাসনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এ দিনের অন্যতম সুন্নত আমল হলো—জুমার গোসল।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাদিক (আ.) রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতের উদ্বৃতি দিয়ে বলেন,
وَ کانَ أَبی عَلَیهِ السّلامُ یَغْتَسِلُ یَوْمَ الْجُمُعَةِ عِنْدَ الزَّوالِ
“আমার পিতা (ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম) জুমার দিন সর্বদা জাওয়ালের সময় (অর্থাৎ নামাজের সময় ঘনিয়ে এলে) জুমার গোসল আদায় করতেন।”

[কুরবুল ইসনাদ, পৃষ্ঠা ৩৬০, হাদিস ১২৮৫]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha