বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ - ০৫:৩০
মায়ের দোয়ার বিস্ময়কর প্রভাব

ইসলামী শিক্ষায় মা-এর দোয়ার যে বিশেষ মর্যাদা ও অলৌকিক প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে, তা তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এক গভীর তাৎপর্যপূর্ণ হাদীসে জানান—মায়ের হৃদয় থেকে উঠে আসা দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর পথে কোনো বাধা অবশিষ্ট থাকে না।

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন,
دُعاءُ الوالِدَةِ یُفْضی إِلی الحِجابِ
“মায়ের দোয়া সমস্ত পর্দা ও প্রতিবন্ধকতা ভেদ করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়।”

[মিশকাতুল আনওয়ার, পৃষ্ঠা ২৮২]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha