শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ - ০৬:০০
পুতিন: ইরানের সর্বোচ্চ নেতার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দিন

তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে আয়োজিত আন্তর্জাতিক শান্তি ও আস্থা সম্মেলন–এর ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সহযোগিতার অগ্রগতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়।

হাওজা নিউজ এজেন্সি: স্পুতনিকের বরাতে মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রতি অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন যে তেহরান মস্কোর সঙ্গে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

বৈঠকে পুতিন বলেন, “ইরানের সর্বোচ্চ নেতার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেবেন।”

তিনি আরও জানান, ইরান–রাশিয়া সম্পর্ক ইতিবাচক গতিতে অগ্রসর হচ্ছে। দুই দেশ গ্যাস ও বিদ্যুৎ খাতে নতুন সহযোগিতার বিষয়ে আলোচনা করছে। পাশাপাশি বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, অবকাঠামো উন্নয়ন এবং উত্তর-দক্ষিণ আন্তর্জাতিক করিডোরসহ বিভিন্ন প্রকল্পেও যৌথ উদ্যোগ এগিয়ে চলছে।

পুতিন উল্লেখ করেন, গত বছর ইরান–রাশিয়া বাণিজ্য ১৩ শতাংশ বেড়েছে এবং চলতি বছর আরও ৮ শতাংশ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, জাতিসংঘে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়ে মস্কো ও তেহরান ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha