শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ - ১২:৪৫
গণমাধ্যমকে বিনোদনের পাশাপাশি নৈতিক ও শিক্ষামূলক ভূমিকা পালন করতে হবে

ইরানের হামেদান প্রদেশের হাওজায়ে ইলমিয়ার পরিচালক আয়াতুল্লাহ মুসাভি ইসফাহানি— গণমাধ্যমের মূল দায়িত্ব কেবল বিনোদন দেওয়া নয়; বরং সমাজে নৈতিকতা, শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেওয়াও এর গুরুত্বপূর্ণ কর্তব্য বলে মন্তব্য করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ মুসাভি ইসফাহানি বলেন, দর্শক–শ্রোতাদের আকৃষ্ট করার পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যমকে অবশ্যই নৈতিক ও শিক্ষামূলক বার্তা বহন করতে হবে। লক্ষ্যভিত্তিক ও মানসম্মত কনটেন্ট উৎপাদনের মাধ্যমে সাধারণ সংস্কৃতির উৎকর্ষ সাধন এবং ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠনে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

হাওজা নিউজ এজেন্সি’র হামেদান প্রতিনিধি জানান, আয়াতুল্লাহ মুসাভি ইসফাহানি সম্প্রতি হামদান সেদা ও সিমা (জাতীয় রেডিও–টেলিভিশন কেন্দ্র) পরিদর্শন করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সফরে তিনি শিশু ও কিশোরদের জন্য নির্মিত বিভিন্ন অনুষ্ঠান, সেগুলোর প্রস্তুতিপ্রক্রিয়া এবং বিষয়বস্তুর নীতিগত দিক সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি শিশু ও কিশোর অনুষ্ঠান প্রযোজনার স্টুডিওতে উপস্থিত হয়ে বলেন, আকর্ষণীয় উপস্থাপনার পাশাপাশি বিষয়বস্তুর শিক্ষামূলক ও নৈতিক মান নিশ্চিত করা অপরিহার্য। তিনি এই বয়সভিত্তিক দর্শকদের উপযোগী, বহুমাত্রিক ও সৃজনশীল ফরম্যাটে নৈতিক ও মূল্যবোধভিত্তিক বার্তা আরও জোরদার করার আহ্বান জানান।

এরপর তিনি রেডিও স্টুডিও পরিদর্শন করেন এবং বেতার নাটক ও অন্যান্য অনুষ্ঠানের প্রযোজক ও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, গণমাধ্যম সমাজের সংস্কৃতি ও চিন্তাধারা গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখে; তাই বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় ও গঠনমূলক বিষয়বস্তুকে অগ্রাধিকার দিতে হবে।

সফরের একপর্যায়ে আয়াতুল্লাহ মুসাভি ইসফাহানি টেলিভিশন প্রোগ্রাম প্রোডাকশন স্টুডিও, টিভি সংবাদ সম্পাদনা বিভাগ এবং সংবাদ সম্প্রচার স্টুডিও পরিদর্শন করেন। তিনি সংবাদ ও অনুষ্ঠান নির্মাণের প্রযুক্তিগত ও বিষয়বস্তুভিত্তিক কার্যপ্রণালি সম্পর্কে অবহিত হন।

এ ছাড়া প্রাদেশিক গণমাধ্যমের বিশেষ অতিথি হিসেবে তিনি হামদান সেদা ও সিমার পরিচালক ও দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে সাংস্কৃতিক ও গণমাধ্যমভিত্তিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

আয়াতুল্লাহ মুসাভি ইসফাহানি ‘জিহাদে তাবইন’ বা সত্য ও সঠিক ব্যাখ্যার ক্ষেত্রে জাতীয় গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, সর্বস্তরের মানুষের কাছে ধর্মীয় ও বিপ্লবী ধারণা পৌঁছে দেওয়া এবং সমাজে বিদ্যমান বিভ্রান্তি ও প্রশ্নের যুক্তিসংগত জবাব দেওয়ার ক্ষেত্রে সেদা ও সিমার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha