বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ - ১৩:৫৪
ইরাকের অভিধানে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো স্থান নেই: আল-সুদানি

ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল-সুদানি তেল-আবিবের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইরাকের রাজনৈতিক ও জাতীয় নীতিতে এমন সম্পর্কের কোনো স্থান নেই।

হাওজা নিউজ এজেন্সি: ইরাকের জাতীয় সংবাদ সংস্থার বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী আল-সুদানি বলেন, “ইরাকের প্রয়োজন সম্পর্ক স্বাভাবিকীকরণ নয়; বরং আমাদের দরকার ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালোবাসা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং শরিয়ত ও সংবিধানের প্রতি দৃঢ় অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “সম্পর্ক স্বাভাবিকীকরণ ও আপসের ধারণা ইরাকের অভিধানে নেই। এটি একটি দখলদার শাসনের সঙ্গে সংশ্লিষ্ট, যা ভূমি ও মানুষের মর্যাদা লঙ্ঘন করে। সব ঐশী ধর্ম ও মানবিক মূল্যবোধ এ ধরনের দখলদারিত্বের বিরোধী।”

বাগদাদের মারি ইউসেফ চার্চে যিশু খ্রিস্ট (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ইরাকের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই বক্তব্য আসে কেলদানি ক্যাথলিক চার্চের প্রধান লুইস রাফায়েল সাকো-এর এক মন্তব্যের প্রতিক্রিয়ায়। তিনি অনুষ্ঠানে বলেন, “ইরাক নবী-রাসুলদের ভূমি এবং তালমুদ ব্যাবল অঞ্চলে, এখানকার কাছাকাছি এলাকায় রচিত হয়েছিল।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha