হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হযরত ঈসা মসীহের (আ) ওপর নির্মিত টিভি সিরিয়াল বেশারাতে মুনজীর (নাজাত ও মুক্তিদাতার সুসংবাদ) মনোজ্ঞ সমাপনী যন্ত্র সংগীত শোনার জন্য নীচে ক্লিক করুন:
https://share.google/V84WEwXz7ET3Bul6w
মুনজীর ( নাজাত ও মুক্তিদাতা হযরত আহমাদ মুজতবা সা.) সুসংবাদ দাতা যাহিদ (পার্থিবতা বর্জনকারী দুনিয়াত্যাগী) মহান নবী হযরত ঈসা মসীহ ইবনে মারয়াম বিনতে ইমরানের শুভ জন্মবার্ষিকী ২৫ ডিসেম্বর (এবং অর্থডক্স ও ইরানী খ্রীষ্টানদের মতে ৬ বা ৭ জানুয়ারি) উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন!!! আবারো ঈসা মসীহ (আ) দুনিয়ায় আগমন করবেন ইমাম মাহদীর (আ) অনুসারী সাহায্যকারী হিসেবে এবং হযরত রাসূলুল্লাহর (সা) পবিত্র মাসূম আহলুল বাইতের (আ) পবিত্র মাসূম বারো ইমামের (আ) সর্বশেষ অর্থাৎ দ্বাদশ পবিত্র মাসূম ইমাম হযরত মাহদী সাহিবুয যামান (আ) হবেন তাঁর (ঈসার আ.) ইমাম।আমরা সেই শুভ দিন ও মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায় আছি যে দিন পৃথিবী ইমাম মাহদীর (আ) নূরে আলোকিত এবং পূর্ণ ন্যায় বিচার ও আদালত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং পৃথিবী থেকে সকল অন্যায়,যুলুম,অবিচারের বিলুপ্তি হবে।
মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট