হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেছেন,
أَکْرِمْ ضَیْفَکَ وَإِنْ کَانَ حَقِیرًا، وَقُمْ عَنْ مَجْلِسِکَ لِأَبِیکَ وَمُعَلِّمِکَ وَإِنْ کُنْتَ أَمِیرًا.
তোমার অতিথিকে সম্মান করো, যদিও সে ক্ষুদ্র বা নিম্নবর্গের হোক; এবং পিতার ও শিক্ষকের সম্মানে তাদের সম্মুখে উঠে দাঁড়াও, যদিও তুমি আমীর বা শাসক হও।”
অর্থাৎ, অতিথিকে সর্বদা গর্ব ও সম্মানের সঙ্গে গ্রহণ করো, এমনকি সে সামাজিকভাবে অল্প মর্যাদাপূর্ণ হোক; পিতার ও শিক্ষকের সম্মানে তাদের সম্মুখে দাঁড়াও, এমনকি তুমি সর্বোচ্চ ক্ষমতাশালী বা শাসকও হও।
[গুরারুল হিকম, হাদিস ২৩৪১]
আপনার কমেন্ট