হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নু‘মান ইবনে সাবিতের ঘটনার প্রসঙ্গে প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি-এ বিষয়টি আহলে সুন্নাতের বহু সূত্রে বর্ণিত হয়েছে। ইমাম কুরতুবীর তাফসিরে (তিনি ৬৭১ হিজরিতে ইন্তেকাল করেন), যা আহলে সুন্নাতের সবচেয়ে বিস্তৃত ও নির্ভরযোগ্য তাফসিরগুলোর একটি, ২১তম খণ্ডের ২১৯ নম্বর পৃষ্ঠায় ঠিক এই বক্তব্যই এসেছে।
সেখানে বলা হয়েছে, গাদিরের ঘটনার পর হারিস ইবনে নু‘মান এসে বলল:
“হে আল্লাহর রাসূল! আপনি আমাদের নামাজ পড়তে বললেন-আমরা পড়লাম। যাকাত দিতে বললেন-দিলাম। রমজানের রোজা রাখতে বললেন-সবই মেনে নিলাম। এখন এসে আপনি আপনার চাচাতো ভাইকে (আলীকে) আমাদের ওপর নেতা বানালেন। এটা কি আপনার নিজের পক্ষ থেকে, না আল্লাহর পক্ষ থেকে?”
রাসূলুল্লাহ (সা.) আল্লাহর কসম করে বললেন: “লা শারিকা লাহু-এটি আল্লাহর পক্ষ থেকেই।”
হারিস ইবনে নু‘মান ফিরে গিয়ে বলল: হে আল্লাহ! যদি নবী যা বলছেন তা সত্য হয়,
তবে আকাশ থেকে আমার ওপর পাথর বর্ষণ করুন এবং আমাকে ধ্বংস করুন।
বর্ণনায় এসেছে, সে তার উটের ওপর ওঠার আগেই হঠাৎ একটি পাথর-কোথা থেকে এলো বলা যায় না-তার মাথায় আঘাত করল এবং তার পশ্চাদ্দেশ দিয়ে বের হয়ে গেল। অর্থাৎ, পাথরটি তার মাথায় পড়ে দেহ ভেদ করে বেরিয়ে যায়।
এটা সত্যিই আশ্চর্যজনক। কেউ যেন না ভাবে যে এটি কেবল শিয়াদের বর্ণনা। না-এ কথা ইমাম কুরতুবীর তাফসিরে আছে। একইভাবে তাফসিরে আলুসি (২০তম খণ্ড, পৃষ্ঠা ৫৫) এবং তাফসিরে আবু সু‘উদ (৯ম খণ্ড, পৃষ্ঠা ৫৯)-এও এ ঘটনা উল্লেখ আছে।
কিছু বর্ণনায় নাম এসেছে নযর ইবনে হারিস, আবার কিছুতে হারিস ইবনে নু‘মান। নাম নিয়ে আমাদের তর্ক নেই। মূল কথা হলো-এই ঘটনা আহলে সুন্নাতের নির্ভরযোগ্য তাফসিরগ্রন্থগুলোতেই উল্লেখিত।
রিপোর্ট: হাসান রেজা
আপনার কমেন্ট