শনিবার ৩ জানুয়ারী ২০২৬ - ২১:২১
১৩-ই রজব উপলক্ষে ‘আলী-ডে’ অনুষ্ঠিত হলো মেদিনীপুরের রেনুবাড়ে !!

পবিত্র ১৩-ই রজব উপলক্ষে পশ্চিমবঙ্গের অন্যতম জেলা মেদিনীপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ‘আলী-ডে’।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর | ০২ জানুয়ারি ২০২৬ 

পবিত্র ১৩-ই রজব উপলক্ষে পশ্চিমবঙ্গের অন্যতম জেলা মেদিনীপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ‘আলী-ডে’। মেদিনীপুর জেলার ভোগপুর রেলস্টেশনের সন্নিকটে অবস্থিত রেণুবাড় গ্রামে গতকাল রাত্রে এই উপলক্ষে এক বিশেষ আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়।
রেণুবাড় গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ‘মওলুদ-এ-কাবা’ শিরোনামে।
 অনুষ্ঠানে গজল, কাসিদা, কবিতা, নাত ও ধর্মীয় আলোচনার মাধ্যমে কাবার অভ্যন্তরে জন্মগ্রহণকারী একমাত্র বিরল ব্যক্তিত্ব হযরত মওলা আলী (আ.)-এর মহান জীবন, মর্যাদা ও আদর্শ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—
(১) মওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব 
(হলদিয়ার কুমারপুর গ্রামের পেশ ইমাম),
(২) সেখ মুস্তাক আহমদ 
(সত্যের পথে পত্রিকার সম্পাদক, উলুবেড়িয়া, হাওড়া),
(৩) জনাব সাব্বির মৌলায়ী 
(ঢালিপাড়া, উত্তর ২৪ পরগনা) এবং
(৪) নোহাকার সাইনূর মীর 
(উলুবেড়িয়া, হাওড়া)।
বক্তারা তাঁদের আলোচনায় মওলা আলী (আ.)-এর ন্যায়পরায়ণতা, ত্যাগ, সাহস ও মানবিক আদর্শের গুরুত্ব তুলে ধরেন। গজল, নাত ও কবিতার পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে আয়োজক কমিটির পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha