হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ ২০২৬ সালের ৩রা জানুয়ারি, শীতের আমেজ মেখে উলুবেড়িয়া বইমেলায় আমাদের স্টলে এসে উপস্থিত হয়েছেন সুদূর মেদিনীপুর থেকে আগত কিছু প্রতিনিধি। দূরের পথ পেরিয়ে, সময় আর ব্যস্ততার মাঝেও শুধু বইয়ের টানে, জ্ঞানের ভালোবাসায় তাঁদের এই আগমন আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। এ আগমন প্রমাণ করে—বইয়ের টান কখনও দূরত্ব মানে না, চিন্তার আহ্বান কখনও পথের বাধা চিনে না।
২০২৬ সালের উলুবেড়িয়া বইমেলার আজ দ্বিতীয় দিন। শীতের বিকেলের পড়ন্ত নরম রোদ, হালকা কুয়াশা আর বইয়ের মিষ্টি গন্ধে মোড়া পরিবেশ আলাদা এক অনুভূতির জন্ম দিয়েছে।
বইপ্রেমী মানুষের পদচারণায় মুখর উলুবেড়িয়া বইমেলা আজ শুধু একটি মেলা নয়—এ যেন জ্ঞান, চিন্তা ও চেতনার এক অপূর্ব মিলনস্থল।
এই আবহেই আমরা উপস্থিত আছি আমাদের স্টলে—আহলে বাইত (আ.) বিষয়ক বই, পত্র-পত্রিকা ও মূল্যবান প্রকাশনা নিয়ে। যাঁরা আহলে বাইতের জীবন, ইতিহাস ও আদর্শকে ভালোবাসেন, যাঁরা সেই আলোয় নিজের জীবনকে আলোকিত করতে চান—এই স্টল তাঁদের জন্যই।
আমাদের স্টলের পক্ষ থেকে তাঁদের জানাই গভীর ভালোবাসা, আন্তরিক স্বাগতম ও অভিনন্দন। এই ভালোবাসা, এই আগ্রহই আমাদের সমস্ত পরিশ্রমকে সার্থক করে তোলে।
আপনিও আসুন—
হয়তো একটি বই আপনার ভাবনাকে নাড়া দেবে,
হয়তো একটি পৃষ্ঠা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে,
হয়তো আহলে বাইতের আলো আপনাকে আরও কাছ থেকে ছুঁয়ে যাবে।
উলুবেড়িয়া বইমেলায় আমরা আছি—আপনিও কি আসছেন না?
বই চিনতে, বুঝতে, ভালোবাসতে…
আজ ২০২৬ সালের ৩রা জানুয়ারি, শীতের আমেজ মেখে উলুবেড়িয়া বইমেলায় আমাদের স্টলে এসে উপস্থিত হয়েছেন সুদূর মেদিনীপুর থেকে আগত কিছু প্রতিনিধি।
আপনার কমেন্ট