শনিবার ১৭ জুলাই ২০২১ - ১৯:৫৫
রাসূল (সা.) ও ইমাম আলী (আ.) সম্পর্কিত হাদীস

হওজা / রাসূল (সা.) ও ইমাম আলীর (আ.) সম্পর্কে [আহলে সুন্নত ওয়াল জামাতের সূত্রানুযায়ী]হাদীস।

হাওজা নিউজ এজেন্সি বাংলাঃ রাসূল (সা.) ও ইমাম আলীর (আ.) সম্পর্কে আহলে সুন্নত ওয়াল জামাতের সূত্রানুযায়ী।

“হে আলী! দুনিয়া ও আখেরাতে তুমি আমার 'ভাই'।”

(সূত্রঃ তিরমিযি শরীফ, ইফাবা, ৬ঃ৩৭২০)

“আল্লাহর সবচেয়ে 'প্রিয় বান্দা' আলী।”

(সূত্র - তিরমিযি শরীফ, ইফাবা, ৬ঃ৩৭২১)

“রাসূল (সাঃ) হলেন জ্ঞানের নগরী আর আলী হল সেই জ্ঞান নগরীর দরজা।”

(সূত্রঃ তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭২৩)

“তায়েফ যুদ্ধের দিন রাসূল (সাঃ) ইমাম আলী (আঃ) এর সাথে গোপনে কথা বললে লোকেরা বলাবলি করতে লাগল যে, 'নবীজী (সাঃ) তাঁর চাচাত ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ গোপনে কথাবার্তা বলছেন!' _তখন রাসূল (সাঃ) বললেন, "আমি তাঁর সাথে গোপনে কথা বলিনি, বস্তুতঃ আল্লাহ তা'আলাই তার সঙ্গে কথা বলেছেন।”

(সূত্রঃ তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭২৬)

“হে আলী! আমার ক্ষেত্রে তোমার স্থান হল মূসার ক্ষেত্রে হারুনের মত! তবে আমার পরে কোনো নবী নেই।”

(সূত্র- তিরমিযি শরীফ, ইফাবা, ৬ঃ৩৭৩০, ৩৭৩১/ মুসলিম, ইফাবা, ৫ঃ৫৯৯৯, ৬০০৩/ সহীহ আল বুখারী, মিনা. ৫ঃ৩৪৩৪)

সংগ্রহ ও সংকলনঃ রাসেল আহমেদ রিজভী

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha