মঙ্গলবার ২৭ জুলাই ২০২১ - ০১:৫৫
হযরত আলী ইবনে আবি তালিব (আঃ)

হাওজা / হযরত আলী ইবনে আবি তালিব (আঃ) সম্পর্কে মহানবী (সাঃ)-এর হাদীস (আহলে সুন্নাতের বিভিন্ন নির্ভরযোগ্য হাদীস গ্রন্থ থেকে সংকলিত)

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস আল মুস্তাদরাক-হাকেম, জামেউল উসুল, উসুদুল গবাহ্, তারীখে বাগদাদ, আল বেদায়াহ্ ওয়ান নেহায়া, আল জামেউস্ সাগীর পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ

أَنَا مَدِينَةُ الْعِلْمِ وَ عَليُّ بَابُهَا، فَمَنْ أَرَادَ الْمَدِينَةَ فَلْيَأتِ البَابَ.

আমি সমস্ত জ্ঞানের নগরী আর আলী তার তোরণ। কাজেই যে এই নগরীতে প্রবেশ করবে তাকে তোরণ বা দ্বারের মধ্য দিয়ে আসতে হবে।

(আল মুস্তাদরাক-হাকেম ৩:১২৬-১২৭, জামেউল উসুল ৯:৪৭৩/৬৪৮৯, উসুদুল গবাহ্ ৪:২২, তারীখে বাগদাদ ১১:৪৯-৫০, আল বেদায়াহ্ ওয়ান নেহায়া ৭:৩৭২, আল জামেউস্ সাগীর ১:৪১৫/২৭০৫)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha