বৃহস্পতিবার ২৯ জুলাই ২০২১ - ২০:৫৩
কুম শহরে বেলায়েত অনুষ্ঠান উদযাপন

হাওজা / আঞ্জুমান-ই-মোহিব্বানে আল-ইয়াসিন হুসেনিয়া ইমাম সাদিকে (আ:) ঈদে গাদীর উপলক্ষে একটি বিশেষ সমাবেশের আয়োজন করেছিল।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, প্রতি বছরের ন্যায় এই বছরেও আঞ্জুমান-ই-মোহিব্বানে আল-ইয়াসিন (নাজাফি হাউস, কুমের শিক্ষার্থীরা) হুসেনিয়া ইমাম সাদিকে (আ:)  ঈদে গাদীর উপলক্ষে একটি বিশেষ সমাবেশের আয়োজন করেছিল এবং উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকেরা অংশ গ্রহণ করেছিল।

অনুষ্ঠানের সঞ্চালন করেন জনাব ইরফান আলম পুরী এবং জনাব মীর সরোয়ার আজমী এবং বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ লিয়াকত আলী কাজমী।

অনুষ্ঠানে বিভিন্ন কবিরা গাদীরী ভক্তির উপস্থাপনা করেন যার মধ্যে প্রধান কবিগণ জনাব এহতেশাম জায়েদী হাশিম, জনাব নাদিম সাহেব, জনাব জাইগাম, ওয়াজিহুল হাসান জালাল পুরী কবিতা উপস্থাপন করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha