হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইমাম হুসাইন (আ:)এর যিকর আহলে বাইতের মারেফতের সর্বোত্তম উৎস
ইমাম হুসাইন (আ:) এর মজলিসে গিয়ে অবশ্যই সর্বশক্তিমান আল্লাহর কাছে ইমাম হুসাইনের (আ:) ভালোবাসা কামনা করেন ... কারণ আমাদের জীবন ইমাম হুসাইনের (আ:) ভালোবাসার জন্য উজ্জ্বল হয়ে আছে।
নবীর পরিবার এবং তাদের প্রিয়জনদের দুঃখের মাসের আগমনে, আমরা আহলে বাইত (আ:) -এর সকল অনুসরনকারীদের প্রতি দুঃখিত হৃদয় এবং অশ্রু ভরা নয়নের মাধ্যমে আন্তরিক সমবেদনা জানাই।
'হুসাইন তোমার দুঃখে মহাবিশ্ব কাঁদে
দিন দিনের আলোতে কাঁদে, রাত রাতের অন্ধকারে কাঁদে'
(তাকি আব্বাস রাজভী কলকাতা আহলুল বায়ত ফাউন্ডেশনের সহ –সভাপতি)
আপনার কমেন্ট