বুধবার ১১ আগস্ট ২০২১ - ০১:৩৯
হুজ্জাতুল ইসলাম মাওলানা আসগার আলী গাইন

হাওজা / হুজ্জাতুল ইসলাম মাওলানা আসগার আলী গাইন বলেন, যে কারবালার ঘটনা হল হক ও বাতিলের যুদ্ধ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হাসনাবাদ থানার অন্তর্গত আমরুল গাছা গ্রামের 'বারগাহে সকিনা' ইমাম বাড়ীতে ইস্তেকবালে আযার আয়োজন করা হয়, উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আসগার আলী গাইন সাহেব।

তিনি উক্ত মজলিসে হক ও বাতিল সম্পর্কে আলোচনা করেন এবং বলেন যে কারবালার ঘটনা হল হক ও বাতিলের যুদ্ধ।

মাওলানা আসগার আলী সাহেব হক ও বাতিলের প্রমাণ হিসেবে বলেন যে আল্লাহ যখন আদমকে (আ:) খলিফা নিযুক্ত করলেন তখন ইবলিস এ কথা মেনে নিতে পারে নি, তাই এখান থেকে দুটো রাস্তা বার হল প্রথমত হক এবং দ্বিতীয়ত বাতিল, হকের রাস্তা হল আদমের (আ:) আর বাতিলের রাস্তায় ইবলিস…..

ইবলিস বাতিলের দিকে চলে গেল….

কারবালাতেও ঠিক একই ঘটনা ঘটেছিল একটি হল হক অপরটি হল বাতিল।

বাতিলের দিকে ইয়াজিদ এবং হকের দিকে ইমাম হোসায়েন (আ:) ছিলেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha